লাইসেন্সের প্রাপ্তিস্বীকার রসিদ থাকলে মামলা দেয়া যাবে না

Passenger Voice    |    ১০:৪৭ এএম, ২০২১-১১-০২


লাইসেন্সের প্রাপ্তিস্বীকার রসিদ থাকলে মামলা দেয়া যাবে না

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তিস্বীকার রসিদ থাকলে এ অভিযোগে চালককে কোনো মামলা দেয়া যাবে না।

রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়। এ-সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেয়া হয়েছে। তার পরও কোনো ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।